ভুল ট্রাক বুকিং থেকে কীভাবে বাঁচবেন? জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ টিপস

সঠিক সময়ে, সঠিক ট্রাক না পেলে পুরো পণ্য পরিবহনের পরিকল্পনাটাই ভেস্তে যেতে পারে। ভুল ট্রাক বুকিং মানেই বাড়তি খরচ, দেরি, এমনকি ক্ষতিগ্রস্ত পণ্যও। তাই ট্রাক বুক করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকলে আপনি সহজেই এ ধরনের পরিস্থিতি এড়াতে পারবেন। চলুন জেনে নেই ৫টি কার্যকর টিপস — যা আপনাকে ভুল ট্রাক বুকিং থেকে রক্ষা করবে।

১. পণ্যের ধরন ও পরিমাণ অনুযায়ী ট্রাক নির্বাচন করুন

সব ট্রাকে সব ধরনের পণ্য পরিবহন উপযুক্ত নয়। যেমন, কাঁচা মালামাল, ফার্নিচার, কিংবা ইলেকট্রনিক পণ্যের জন্য আলাদা কেয়ার দরকার হয়। আবার ১ টন পণ্যের জন্য মিনিট্রাক যথেষ্ট, কিন্তু ভারী লোডের জন্য লাগবে ৭ টন বা কভার্ড ভ্যান। ভুল ট্রাক নির্বাচন করলে পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমাধান: ট্রাক বুক করার সময় অ্যাপে পণ্যের ধরন ও ওজন সঠিকভাবে উল্লেখ করুন।

২. ভেন্ডর বা ড্রাইভারের ভেরিফিকেশন নিশ্চিত করুন

অনেক সময় ভুয়া বা অনভিজ্ঞ ড্রাইভারের হাতে ট্রাক তুলে দিলে নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এমনকি সময়মতো ট্রাক না আসার ঘটনাও ঘটে।

সমাধান: ট্রাক লাগবে অ্যাপে শুধু ভেরিফাইড ট্রাক ও ড্রাইভার পাওয়া যায়। তাই নিরাপদ ও নির্ভরযোগ্য সার্ভিসের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করুন।

৩. গন্তব্য ও রুট স্পষ্টভাবে নির্ধারণ করুন

বুকিংয়ের সময় অনেকেই ভুল ঠিকানা বা অসম্পূর্ণ লোকেশন দিয়ে থাকেন। এতে করে ট্রিপ শুরুর সময় বিভ্রান্তি হয় এবং ট্রাক পৌঁছাতে দেরি হয়।

সমাধান: অ্যাপে ট্রিপ বুক করার সময় পিকআপ ও ড্রপ লোকেশন সঠিকভাবে দিন এবং প্রয়োজন হলে রুট সম্পর্কে অতিরিক্ত তথ্য লিখে দিন।

৪. আগে থেকে বুকিং করুন, শেষ মুহূর্তে নয়

শেষ সময়ে ট্রাক বুক করতে গেলে চাহিদা অনুযায়ী ট্রাক না-ও পেতে পারেন। আবার দামও বেড়ে যেতে পারে।

সমাধান: পরিকল্পনা থাকলে অন্তত ২৪ ঘণ্টা আগে ট্রাক বুক করে ফেলুন। শিফটিং হলে ৩০ দিন আগেও বুকিং দেয়া যায় ট্রাক লাগবে অ্যাপে।

৫. বুকিং কনফার্মেশনের ডিটেইলস ভালো করে মিলিয়ে নিন

অনেকেই বুকিংয়ের সময় কী তথ্য দিয়েছেন, তা পরে ভুলে যান বা ডিটেইলস চেক করেন না। ফলে ভুল ট্রাক চলে আসে।

সমাধান: বুকিং কনফার্ম হওয়ার পর অ্যাপে দেওয়া ট্রিপ ডিটেইলস আবার মিলিয়ে নিন— লোকেশন, টাইমিং, ট্রাক সাইজ সব ঠিক আছে কি না।

ট্রাক বুকিং এখন আর জটিল নয়, কিন্তু সচেতন না থাকলে ভুলের সম্ভাবনা থেকেই যায়। তাই এই পাঁচটি টিপস মেনে চললে আপনি পাবেন নিশ্চিন্ত, নিরাপদ ও ঝামেলাহীন ট্রাক বুকিং অভিজ্ঞতা।

সঠিক ট্রাক, সঠিক সময়ে — এখন হাতের মুঠোয়।
ডাউনলোড করুন ট্রাক লাগবে অ্যাপ, বুক করুন নিশ্চিন্তে।

Back to top