Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

কিভাবে সময়মত যেকোনো জায়গায় যেকোনো ধরনের ট্রাক পাওয়ার ব্যবস্থা করলো "সজীব কর্পোরেশন"

Written by ট্রাক লাগবে এডমিন | মে 5, 2021 7:37:57 AM

গতানুগতিক ট্রাক ভাড়ার মাধ্যমগুলি ব্যবহারে যেকোনো কোম্পানির জন্য অন্যতম চ্যালেঞ্জ থাকে নির্দিষ্ট সময়ের মাঝে ট্রাক ভাড়া নিয়ে। পোর্ট থেকে মালামাল ছাড়াতে হোক অথবা ডিস্ট্রিবিউশন চ্যানেলে পণ্য পাঠাতে - এ সব ক্ষেত্রেই শিডিউল জটিলতায় পড়তে হয় সময়মত ট্রাক লোডপয়েন্টে পৌছাতে না পারলে। 

সজীব কর্পোরেশন এর সাথে “ট্রাক লাগবে” এর কাজ শুরু করার ক্ষেত্রে তাই মূল নিয়ামক হিসেবে কাজ করেছে সময়মত ট্রাক ভাড়া করার নিশ্চয়তা। গতানুগতিক পরিবহণ ব্যবস্থায়, অন্যান্য কোম্পানির মত সজীব কর্পোরেশন-ও নিয়মিত এই সমস্যার সম্মুখীন হয়ে আসছিল। যা পরবর্তীতে, পোর্টে অতিরিক্ত চার্জ দেওয়া এবং দেরীতে ডিস্ট্রিবিউশন চ্যানেলে পণ্য পৌছানোয় মার্কেটে পণ্যের অনুপস্থিতি; এ ধরনের বড় সমস্যায় রূপ নেয়। 

গত বছরের নভেম্বরে ওয়ার্ল্ড ব্যাংকের পরিচালিত এক সমিক্ষায় দেখা যায়, পার্ফরমেন্স বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের লজিস্টিক খাতে ২৫% খরচ কমানো সম্ভব।

“ট্রাক লাগবে” তাদের ব্যবসার কার্যক্রম শুরু করার পর থেকেই বর্তমান পরিবহণ ব্যবস্থার এই ধরনের বড় সমস্যা নিয়ে কাজ শুরু করে। এর সমাধানে হিসেবে ট্রাক লাগবে গড়ে তুলেছে একটি টেকনোলজি নির্ভর অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সারা দেশব্যাপী রয়েছে ৫০ হাজারেরও অধিক ট্রাক। 

টেকনোলজি নির্ভর পরিচালনা ব্যবস্থা হওয়ায় - একটি নির্দিষ্ট ট্রাক চলাচলের রুট এবং নির্দিষ্ট সময়ে ট্রাকের অবস্থান কোথায় তার ভিত্তিতে, ট্রাক ভাড়া সুনিশ্চিত করা হয়ে পড়েছে আরো সহজ।  

"ট্রাক লাগবে-এর সাথে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার। তাদের সার্ভিসের কিছু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে - সময়নিষ্ঠতা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং গ্যারান্টিযুক্ত সার্ভিস। আমি যখনই তাদের কাছে কোন ট্রাক চাই, তখনই তারা যেকোনো ধরনের ট্রাক যেকোনো জায়গায় দিতে রেডি থাকে।"

           - কে. এম. আশরাফুজ্জামান, সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার (ট্রান্সপোর্ট ইনচার্জ), সজীব কর্পোরেশন।

 

গত ৩ বছরের অধিক সময় ধরে ব্যবসায় পরিচালনা করতে গিয়ে "ট্রাক লাগবে"র ডাটা অনুযায়ী দেখা যায়, গতানুগতিক ধারার তুলনায় অ্যাপভিত্তিক সার্ভিসে ট্রাক ভাড়ার মাধ্যমে বর্তমানে যেকোনো কোম্পানি সময়মত ট্রাক পৌছানোর লিড টাইম অর্ধেকে কমিয়ে নিয়ে আসতে সক্ষম ।  তাই বর্তমান মার্কেটে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যবসার লজিস্টিক ব্যবস্থা আরো কার্যকর করতে অ্যাপভিত্তিক ট্রাক ভাড়ার বিকল্প নেই। 

আপনিও যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনার ব্যবসার লজিস্টিক সমস্যা সমাধান করতে আগ্রহী হন তাহলে এখনই যোগাযোগ করুন এই নাম্বারেঃ ০৯৬৩৮০০০২৪৫