Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

‘ট্রাক লাগবে’ দিচ্ছে লেবার সুবিধা

Written by Rashidul Karim | সেপ্টেম্বর 21, 2020 12:52:50 PM

অফিশিয়াল কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে জামাল সাহেবের। কিন্তু আগেই ঠিক ছিল মাসের শেষে বাসা বদল করতে হবে। দুটো কাজ একই সময় পড়ে যাওয়ায় দিশেহারা অবস্থায় জামাল সাহেব। কি করবেন না করবেন তাই বুঝে পাচ্ছেন না। বাসার সবাই মিলে কিছু কাজ এগিয়ে রাখছে। কিন্তু বাসা বদল করতে গেলে বেশ ভালো একটা সময় দিতেই হয়। মালামাল উঠানো নামানো তদারকি করা থেকে শুরু করে ট্রাক ঠিক করা সহ রয়েছে অনেক কাজ।  এই নিয়ে চিন্তা করতে করতেই তিনি জানতে পারেন ‘ট্রাক লাগবে’ অ্যাপ সম্পর্কে। আর এক নিমিষেই যেন পেয়ে যান সকল সমস্যার সমাধান।      

 

পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত ট্রাক ছাড়া যেসব জিনিস সব থেকে বেশি প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে লেবার। আর পণ্য প্রেরকদের কথা চিন্তা করেই ‘ট্রাক লাগবে’ এখন দিচ্ছে ট্রাকের সাথে লেবার সার্ভিস। যেকোন কাজে পণ্য পরিবহণ বা বাসা বদলের কাজে সবসময়ই লেবারের চাহিদা থাকে। এই চাহিদা আজকাল বেড়ে গিয়েছে কয়েকগুণ। ওদিকে পরিস্থিতি এমন থাকে যে পণ্য আনা নেওয়ার কাজে লেবার পাওয়াই দুস্কর হয়ে যায় মাঝেমাঝে। আর পেলেও দক্ষ লেবারের সংকট রয়েই গেছে। এইসব ঝক্কি ঝামেলাই এখন মিটিয়ে দিচ্ছে ‘ট্রাক লাগবে’। আপনার বাসা বদল কিংবা যেকোন কাজে পণ্য পরিবহণে ট্রাক ভাড়া করার সাথে সাথে এখন এই অ্যাপের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন লেবার।    

যেসব সুবিধা পাচ্ছেন-  

১) বাসা বদল কিংবা যেকোন পণ্য পরিবহণের কাজে লেবার চাইলে এখন অ্যাপেই মিলছে লেবার। 

২) আপনার প্রয়োজন অনুযায়ী দক্ষ লেবারের নিশ্চয়তা। 

 

কিন্তু জামাল সাহেবের বাসা বদলে শেষ পর্যন্ত কী হলো? আসল খবর হলো ঢাকায় নিজে না থেকেও তার বাসার সব মালামাল ভালোভাবেই নতুন বাসায় স্থানান্তরিত করেন তিনি। ‘ট্রাক লাগবে’র লেবার নেওয়ার অপশন থাকায় লেবার পাওয়ায় স্পেশালি পণ্য ওঠানো নামানো নিয়ে  কোন চিন্তা করতে হয় নাই। সব মিলিয়ে, নির্বিঘ্নে ‘ট্রাক লাগবে’ অ্যাপের মাধ্যমে বাসা বসল করে ফেলেন জামাল সাহেব।