ট্রাক ভাড়া করা এখন আগের থেকে অনেক সহজসাধ্য কাজ। ধরুন আপনি ফার্নিচার কিনতে গিয়েছেন শোরুমে এবং কিনেও ফেলেছেন কিন্তু ভাবেননি এই ফার্নিচারটি আপনি বাসায় নিবেন কিভাবে। আপনার জরুরি ট্রাক প্রয়োজন – কিন্তু কোথায় খুঁজবেন ট্রাক? আপনার এই হঠাৎ চাহিদা পূরণে পাশে আছে “ট্রাক লাগবে” অ্যাপ। আপনার যখন প্রয়োজন তখনই অ্যাপে ট্রিপ পাবলিশ করলে পেয়ে যাবেন তাৎক্ষনিক ট্রাক বুকিং এর সুবিধা।
পূর্বে এই কাজটি সম্পন্ন করতে স্ট্যান্ডে যেতে হত অথবা বেশ কয়েকজনকে কল করার প্রয়োজন হত। স্ট্যান্ডে ঘিরে ধরা ট্রাক মালিক বা ড্রাইভারদের সাথে দর কষাকষি করে নায্য দামে ট্রাক ভাড়া করা সবার পক্ষে সম্ভব নয়, আর কাউকে ফোন করে ভাড়া করতে গেলে সে যা মূল্য নির্ধারণ করবে তাই মেনে নিতে হবে কারন আপনি নিরুপায়। অথচ ট্রাক ভাড়া করার এই ঝামেলাপূর্ন কাজটি সহজ করে দিয়েছে ট্রাক লাগবে অ্যাপ।
পুরো ট্রাক স্ট্যান্ড এখন আপনার হাতের মুঠোয়। যেকোন ধরনের পণ্য পরিবহন করতে যে ধরনের ট্রাক প্রয়োজন সবই ভাড়া করা সম্ভব ট্রাক লাগবে অ্যাপে। এজন্য অ্যাপে পিক আপ ও ড্রপ পয়েন্ট এবং ট্রাকের ধরন উল্লেখ করে পোস্ট করে দিন, সাথে সাথেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ট্রাক। এরপর ভেরিফাইড ট্রাক চালকের সাথে কথা বলে পাঠিয়ে দিতে পারবেন আপনার পণ্য।