Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

১ টাকার ট্রিপ এবং আমাদের “আনসাং হিরো”রা

Written by ট্রাক লাগবে এডমিন | মে 4, 2021 7:18:05 AM

১ টাকায় কি ট্রাক ভাড়া করা সম্ভব? বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলায় এ মুহূর্তে যখন সমগ্র দেশ থমকে আছে? প্রশ্নটা আমাদেরও ছিল। কারণ সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশন করোনা ভাইরাস মোকাবেলায় সহায়তা করার জন্য ট্রাকের প্রয়োজনের কথা জানিয়ে পোস্ট দেয়। আর এক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়াতে, আমাদের সিস্টেমে “১ টাকায় ট্রাক ভাড়া” হিসেবে ট্রিপ ক্রিয়েট করি এবং অপেক্ষা করি ট্রাক মালিক/চালকগণ কি করে দেখার জন্য।

আমাদের এই সকল ট্রাক মালিক/চালকদের নিয়ে আমরা সচারাচার খুব একটা ভাবি না। অথচ দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলে, তখন সে উন্নয়নের চাকা তাদের হাত ধরেই ঘোরে। আর এখন পুরো দেশ যখন থমকে আছে, তখনও দেশের মানুষের জরুরী প্রয়োজনীয় পণ্য এই ট্রাক মালিক/চালকদের  হাত ধরেই পৌছে যাচ্ছে আমাদের ঘরে।

তাই আমরা খুব একটা অবাক হইনা যখন দেখি, এই “এক টাকার ট্রিপ” নিয়ে নাজমুল ভাই, দ্বীপ ভাই এবং সোহরাব ভাই পরিবহণ করে দিয়েছেন বিদ্যানন্দের পণ্য। আমাদের এ সকল ট্রাক মালিক/চালক ভাইয়েরা হচ্ছেন আমাদের নায়ক, যারা তাদের সন্তান আর পরিবারকে ঘরে রেখে, সকলের প্রয়োজনে পণ্য পরিবহণ করে বেড়ান দেশজুড়ে। 

এখানে উল্লেখ্য, অন্যান্য যেসব ট্রাক মালিক বা চালকেরা এই সহায়তায় এগিয়ে আসতে চান, তারা আমাদের “ট্রাক লাগবে” ওনার অ্যাপের মাধ্যমে ট্রিপগুলো করতে পারেন। অ্যাপের মধ্যে যে ট্রিপগুলো রয়েছে সেখানে খেয়াল করলে দেখবেন কিছু ট্রিপের পণ্যের বিবরণে বিস্তারিত বলা আছে যে, ট্রিপটির ভাড়া ১ টাকা এবং ট্রিপটি বিদ্যানন্দ ফাউন্ডেশনের করোনা ভাইরাস মোকাবেলা প্রোজেক্টের জন্য। এই ট্রিপগুলোতে আপনি ১ টাকা বিড করলেই ট্রিপটি পেয়ে যাবেন এবং খুব সহজেই অংশ নিতে পারবেন এ কার্যক্রমে।

দেশের এই কঠিন সময়ে, গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের “এক টাকার আহার”কে আমরা সাধুবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই সকল ট্রাক মালিক/চালককে যারা সবার অগোচরেই করে যাচ্ছেন দেশের সেবা, আমাদের সকলের সেবা। এই কঠিন সময়েও থেমে নেই তাদের ট্রাকের চাকা এবং তাদের সাথে একাত্ম হয়ে আমরাও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছি। চলুন আমাদের এই নায়কদের সাথে মিলে, সবাই এক সাথে লড়ি এই ক্রান্তিকালের লড়াই।