Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

করোনাকালীন সময়ে ব্যবসায়িক পণ্য পরিবহনের চ্যালেঞ্জগুলো কি ও তা মোকাবেলায় ট্রাক লাগবের ভূমিকা

Written by ট্রাক লাগবে এডমিন | জুল 29, 2021 3:46:02 PM

গত ২০২০ সালে করোনা পরিস্থিতির শুরু থেকেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা থমকে দাঁড়িয়েছে। যার প্রভাব পরছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উপরে। এই অবস্থার ১ বছরের বেশি সময় চলে গেলেও সার্বিক ব্যবসায়িক ক্ষতির পরিমাণ বাড়ছেই। গত বছরে করোনার প্রভাবে দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প খাতে মোট এক হাজার ২৪ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রতিদিন(১)। কোভিডের এই দ্বিতীয় ঢেউ সেই পরিস্থিতি আরো খারাপের দিকেই নিয়ে যাচ্ছে।  

যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের অপারেশনাল কার্যকলাপ এর প্রধান অংশ হচ্ছে ডিস্ট্রিবিউশন, যা ঠিক রাখতে একটি গতিশীল পরিবহন ব্যবস্থার কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি পরিবহন ব্যবস্থার উপরে মারাত্মক প্রভাব ফেলছে। ইতিমধ্যে সাধারণ সময়ের তুলনায় পরিবহনে ১৫-২০% বেশি খরচ গুনতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। ২০২০ সালের একটি সমীক্ষায় দেখে গেছে দেশীয় উৎপদানকারী প্রতিষ্ঠানগুলির ৮০ শতাংশ প্রতিষ্ঠান পরিবহন সংক্রান্ত জটিলতায় ভুগছে করোনাকালীন সময়ে(২)। যার প্রভাব প্রত্যক্ষভাবে ভাবে প্রতিষ্ঠানগুলির পণ্যের বিক্রয়ের উপরে পরছে। 

পরিবহন সমস্যায় ভুগছে এরকম কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলে করোনাকালীন সময়ে বিদ্যমান পরিবহন ব্যবস্থায় আমরা বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছি, যার মধ্যে অন্যতম হল-

  • ট্রাক পাওয়ার অনিশ্চয়তা
  • সময়মত ট্রাক না পাওয়া
  • ভালো সার্ভিস কোয়ালিটির অভাব এবং 
  • পরিবহন ভাড়া বৃদ্ধি

এছাড়াও লোকাল মার্কেট থেকে চাহিদামত ট্রাক না পাওয়ায় নিয়মিত ভাবেই প্রতিষ্ঠানগুলোকে শিপমেন্টের সময় পেছাতে হচ্ছে । এই পরিস্থিতিতে ‘ট্রাক লাগবে’ বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের পরিবহন সমস্যা সমাধানে কাজ করে চলেছে। ডিজিটাল ট্রাকিং প্ল্যাটফর্মের সহায়তায় আগে থেকেই সঠিক ভাবে ট্রিপের শিডিউল মেইনটেইন এর মাধ্যমে ‘ট্রাক লাগবে’ সঠিক সময়ে ট্রাক না পাওয়া এবং ট্রাক পাওয়ার অনিশ্চয়তা এ দুইটি প্রধান চ্যালেঞ্জ সমাধাণ করতে সক্ষম হয়েছে, এছাড়াও লোডপয়েন্টের সবচেয়ে কাছের ট্রাকটি সরবরাহ করায় সামগ্রিক ভাবে গতানুগতিক সার্ভিসের তুলনায় উন্নততর সার্ভিস প্রদান করা সম্ভব হচ্ছে ।

 

'ট্রাক লাগবে'র সার্ভিস নেওয়ার পর থেকে আমরা আগের মত পরিবহনগত কোনো সমস্যা ফেস করছি না। এই করোনা সিচুয়েশনের মধ্যেও সময়মত আর ভালো রেটে ট্রাক পাচ্ছি, বারবার খোজ-খবর নিতে হয় না ট্রাক ঠিকমত পৌছালো কিনা তা নিয়ে। এছাড়া তাদের প্রতিনিধির কাছ থেকে সবসময়ই প্রফেশনাল সার্ভিস পেয়ে আসছি। তাই আমার মতে লজিস্টিক সার্ভিসে ট্রাক লাগবে'র বিকল্প হয় না।'  

-মোঃ শহিদুল ইসলাম, লজিস্টিক অফিসার, রেডিয়েন্ট টেকনোলজি লিঃ

 

এভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ তাদের চাহিদা অনুযায়ী পছন্দসই রেটে পন্য পরিবহন করতে সক্ষম হচ্ছে। ট্রাক পাওয়ার ১০০% নিশ্চয়তা সহ, সার্বক্ষণিক সেবা প্রদানের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তথা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে চলেছে ‘ট্রাক লাগবে’। 


*আপনার ব্যবসায়িক মালামাল নিরাপদে এবং সময়মত পরিবহন করতে যোগাযোগ করুন ট্রাক লাগবে’র কাস্টমার কেয়ার নাম্বারেঃ  ০৯৬৩৮০০০২৪৫