Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

সেরা রেট

Written by Rashidul Karim | এপ্রিল 18, 2021 8:13:36 AM

একজন ট্রাক মালিক/চালক এবং যিনি ট্রাক ভাড়া করবেন এই দুই পক্ষের মধ্যে যে বিষয় নিয়ে বেশি কথা হয় তা হচ্ছে ট্রাকটি কত টাকায় ভাড়া হবে । ট্রাক মালিক বা চালকের ট্রিপের প্রয়োজন হলে পণ্য কোথায় যাবে সে বিষয় মুখ্য না হলেও টাকার অংকটা মূল বিষয়। একটি ট্রিপের মূল্য তখনই সেরা হয় যখন অধিক সংখ্যক ট্রাক মালিক থেকে ভাড়া জানা যায়। ট্রাক লাগবে অ্যাপে পণ্য প্রেরকের জন্য এই সুবিধাটি রয়েছে।

ট্রাক লাগবে অ্যাপে রয়েছে অসংখ্য ট্রাক। তাই যে কোন ট্রিপে আপনি পাবেন সেরা রেট কারন অ্যাপে থাকা ট্রাক মালিকগণ ট্রিপটি দেখার পর তারা কত টাকা হলে ট্রিপটি সম্পন্ন করতে আগ্রহী তা বলতে পারেন বিডিং এর মাধ্যমে। আর এই প্রতিটি বিডিং এর মূল্য সরাসরি পণ্য প্রেরকে তার মোবাইল ফোনে দেখতে পারেন। যার ফলে বাজেটের মধ্যে ট্রাক বেছে নেওয়াটা সহজ হয়ে যায়। বিডিং ছাড়াও ট্রাক লাগবে অ্যাপে আছে ফিক্সড রেটের সুবিধা। ১ টনের ছোট ট্রাকের জন্য ঢাকা শহরের মধ্যে আপনি কত টাকায় ট্রাক ভাড়া করতে পারবেন তা ট্রিপ রেকোয়েস্ট করার সময়ই দেখতে পারবেন। রেট দেখে আপনি অবাক হবেন এত সাশ্রয়ী মূল্যেও ট্রাক ভাড়া করা সম্ভব!

এই সেরা রেট পাওয়ার পেছনে একটাই কারণ, অধিক সংখ্যক ট্রাক চালক বা মালিকের ট্রাক লাগবে অ্যাপে নিয়মিত থাকা। আর ফিরতি ট্রাক পেয়ে গেলে আপনার খরচ কমে যেতে পারে অনেকাংশে। ট্রাক লাগবের লক্ষ্যই হচ্ছে কিভাবে ট্রাক মালিক এবং পণ্য প্রেরকের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেওয়া যায়। এর ফলে দুই পক্ষেরই সাশ্রয় হয়। স্ট্যান্ডে যাওয়ার বিড়ম্বনা এড়িয়ে পণ্য প্রেরক পেয়ে যাচ্ছেন ট্রাক এবং একজন ট্রাক মালিক নিশ্চিত করছেন তার ট্রাকের আয়।