Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

ট্রাক লাগবে অ্যাপের নতুন ভার্সনে ১ টন ৭ ফিট ট্রাক মিলবে সাশ্রয়ে নির্দিষ্ট প্রাইজ রেঞ্জে

Written by ট্রাক লাগবে এডমিন | নভেম্বর 17, 2022 12:59:50 PM

‘ট্রাক লাগবে’ এর পথচলার শুরু থেকেই ব্যবহারকারীদের কথা চিন্তা করে নিত্যনতুন ফিচার যুক্ত করে চলেছে অ্যাপে। এরই ধারাবাহিকতায় ‘ট্রাক লাগবে’ অ্যাপের মাধ্যমে ১ টন ৭ ফিট ট্রাক ভাড়ার প্রক্রিয়া এখন হয়েছে আরও সহজ। এখন থেকে ঢাকার মধ্যে ৭ ফিট ১ টনের ট্রাক ভাড়ার ক্ষেত্রে যেমন আপনি একটি ফিক্সড রেট দেখছেন তেমনি এখন ঢাকা থেকে ঢাকার বাইরের ট্রিপের ক্ষেত্রে ফিক্সড রেট না দেখলেও ভাড়ার একটি নির্দিষ্ট রেঞ্জ দেখতে পাবেন। এভাবে যেকোনো স্থানে মালামাল পরিবহনের জন্য আপনি সাশ্রয়ী রেটে ট্রাক ভাড়া করতে পারবেন। এছাড়াও প্রাইস রেঞ্জ থাকার কারণে ট্রিপ পাবলিশ করার পর আপনাকে ড্রাইভারের সাথে অটো ট্যাগ করে দেয়া হবে। এখন দেখে নিন কীভাবে ১ টন ৭ ফিট ট্রাকের জন্য নির্দিষ্ট প্রাইজ রেঞ্জের ট্রাক ভাড়া করতে পারবেন।

 

১। ট্রাক ভাড়া প্রক্রিয়াটি শুরু করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ট্রাক লাগবে অ্যাপটি ডাউনলোড করুন. অ্যাপ টি ইনস্টল হয়ে গেলে আপনার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।


২। ট্রাক ভাড়া করতে লোডিং পয়েন্টে (যেখান থেকে মালামাল উঠাবে) ট্যাপ করুন এবং যেখান থেকে মালামাল উঠবে সেই লোকেশন দিন ৷

৩। লোড লোকেশন সিলেক্ট করার পর একইভাবে আনলোডিং লোকেশন (যেখানে মালামাল নামবে) ঠিক করুন।




৪। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো আকারের ট্রাক নির্বাচন করে ‘এগিয়ে যান’ এ ট্যাপ করুন । আপনি যদি ৭ ফুট ১ টন সাইজের খোলা বা কাভারড ট্রাক নির্বাচন করেন তাহলে রেঞ্জের মধ্যে ট্রাকের ভাড়া দেখতে পাবেন।

*শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে লোড এবং আনলোড দুটোই হলে ৭ ফুট ১ টন খোলা/কাভার পিকআপের জন্য নির্দিষ্ট ভাড়া প্রযোজ্য।

 



৫। এরপর লোডের জন্য সঠিক তারিখ ও সময় নির্ধারণ করুন।

 




৬। যে ধরনের মালামাল পরিবহন করবেন তার বিবরণ লিখুন। এছাড়াও মালামাল সম্পর্কিত আরও কিছু প্রয়োজনীয় তথ্যের অপশন রয়েছে যা প্রযোজ্য ক্ষেত্রে নির্বাচন করতে পারবেন। মালামাল আনা নেয়ার জন্যে আপনার যদি লেবারের প্রয়োজন হয়, তাহলে "লেবার লাগবে" অপশনটি সিলেক্ট করতে পারেন। এজন্য আপনার আলাদা খরচ বহন করতে হবে। আর আপনি কি কি অপশন নির্বাচন করছেন তার উপর ভিত্তি করে আপনার সম্ভাব্য ভাড়ার রেঞ্জ পরিবর্তন হতে থাকবে।




৭। রিভিউ স্ক্রিনে ট্রিপের সকল তথ্য যাচাই করুন। এছাড়াও যদি কোন প্রোমো কোড ব্যবহার করতে চান তা যোগ করার জন্য "যোগ করুন" এ ক্লিক করুন। যোগ করার পর ট্রিপটি কনফার্ম করে পাবলিশ করুন।




৮। ট্রিপ কনফার্মের পরবর্তি ২ মিনিটে নির্ধারিত রেঞ্জের মধ্যে ট্রাক খোঁজা হচ্ছে। রেঞ্জের মধ্যে ট্রাক পাওয়ার পর তাৎক্ষনিকভাবে আপনাকে ড্রাইভারের সাথে যুক্ত করা হবে। এবং আপনাকে আপনার ট্রিপের ভাড়া দেখানো হবে যা রেঞ্জের এর মধ্যে আছে।

                                                                            


৯। ২ মিনিটের মধ্যে যদি কোনও ড্রাইভার নির্দিষ্ট ভাড়ার রেঞ্জের মধ্যে বিড না করে তাহলে আমরা পরবর্তি ৫ মিনিট আবারও চেষ্টা করব আপনার জন্য নির্দিষ্ট রেঞ্জে ট্রাক খুঁজে দিতে। এই পর্যায়ে ৫ মিনিটের একটি নতুন কাউন্টডাউন শুরু হবে। এছাড়াও "বিড দেখুন" অপশনে ট্যাপ করে আপনি বিড করা ড্রাইভারদের লিস্ট দেখতে পাবেন যেখান থেকে আপনি চাইলে নির্ধারিত ভাড়ার রেঞ্জের ট্রাক পাওয়ার আগেই আপনার পছন্দমত ড্রাইভার সিলেক্ট করতে পারবেন।

                                   


১০। ৫ মিনিটের মধ্যে নির্ধারিত ভাড়ার রেঞ্জে অটো ট্যাগ করা না গেলে আপনি অতিরিক্ত ১০ মিনিট পাবেন বিড করা ড্রাইভারদের লিস্ট থেকে পছন্দমত বিড সিলেক্ট করতে। এই ১০ মিনিটের মধ্যে ড্রাইভার নির্বাচন করে কনফার্ম করুন।

                                    


১১। বিড কনফার্ম এর পর এখন আপনি দেখতে পাবেন যে আপনার ট্রিপ একটিভ হয়েছে। এই পর্যায়ে ট্রিপ সংক্রান্ত কথা বলার জন্য ড্রাইভারের সাথে যোগাযোগ করতে "কল করুন" এ ট্যাপ করতে পারেন।