Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

যে ৫টি উপায়ে ডিজিটাল লজিস্টিকস সার্ভিস আপনার ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতে পারে

Written by ট্রাক লাগবে এডমিন | মে 4, 2021 2:13:07 PM

প্রযুক্তিগত উৎকর্ষের কারণে বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী পরিবহণ, চিকিৎসা, শিক্ষা সহ আরও নানা ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে।বাংলাদেশেও এ পরিবর্তনের পথ ধরে গড়ে উঠেছে ডিজিটাল লজিস্টিক প্লাটফর্ম। সার্বিকভাবে বাংলাদেশের পরিবহণ ব্যবস্থাকে আরো কার্যকরী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে এ প্রতিষ্ঠানগুলো। মধ্যস্বত্বভোগীর দৌড়াত্ব্য মুক্ত এবং ঝামেলাহীন এ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতে পারেন চলুন তা জেনে নেই-

সময়মত পরিবহণ সুবিধা

সঠিক সময়ে পণ্য পরিবহণ নিশ্চিত করতে না পারা বাংলাদেশের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অন্যতম প্রধান সমস্যা। গতানুগতিক পদ্ধতিতে ট্রাক ভাড়ায় – ব্যবসা প্রতিষ্ঠান, ট্রান্সপোর্ট এজেন্সি, ট্রাক মালিক, ট্রাক চালক সহ আরও অনেকে জড়িত থাকায়, ট্রাক ভাড়ায় প্রয়োজনের অতিরিক্ত সময় প্রয়োজন হয় । নির্ধারিত সময়ে ট্রাক পৌঁছে যাবে বললেও, কয়েক মাধ্যমে ট্রাক ভাড়া হওয়ায় কেউই সঠিক সময় নিশ্চিত করতে পারে না।  

একজন পণ্য প্রেরকের, সময়মত পণ্য পরিবহণ সমস্যার সমাধান হতে পারে একটি ডিজিটাল লজিস্টিক সার্ভিস প্লাটফর্ম। এ ধরনের প্লাটফর্ম থেকে ট্রাক ভাড়া করলে, কম্পিউটারাইজড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তা উপযুক্ত ট্রাকের সাথে সংযুক্ত হয়, যাতে ট্রিপটি সময়মত সম্পন্ন হয়।

কিভাবে সজীব কর্পোরেশন ট্রাক লাগবে’র সার্ভিস এর মাধ্যমে সময়মত পণ্য পরিবহণ নিশ্চিত করছে তা জেনে নিন। 

সামঞ্জস্যপূর্ণ ভাড়া

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন রুটে পণ্য পরিবহণের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু ট্রান্সপোর্ট এজেন্সি বা ট্রাক মালিকের উপর নির্ভর করে, মার্কেট রেটে পণ্য পরিবহণ করে। যার ফলে ভাড়ার একটি অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীর পকেটে।

এক্ষেত্রে একটি ডিজিটাল প্লাটফর্ম, প্রযুক্তির সাহায্যে অনেক বেশী সংখ্যক ট্রাক মালিক/চালককে একত্রিত করে – যেকোনো রুটের জন্য সেরা রেটের নিশ্চয়তা প্রদান করতে পারে। কোন মধ্যস্বত্বভোগী না থাকায়, ব্যবসা প্রতিষ্ঠানগুলির জন্য ডিজিটাল প্লাটফর্ম অত্যন্ত সাশ্রয়ী। এক্ষেত্রে উল্লেখ্য, ডিজিটাল লজিস্টিক সার্ভিস প্রোভাইডার হিসেবে ট্রাক লাগবে” আরলা ফুডসকে নিয়মিত মার্কেটের সেরা রেটে পরিবহণ সুবিধা দিচ্ছে

ওয়ান পয়েন্ট কমিউনিকেশন

প্রচলিত পরিবহণ ব্যবস্থায়, একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে অধিকাংশ সময় একেক রুটের ডিস্ট্রিবিউশন এর জন্যে একেক জনের সাথে যোগাযোগ রাখতে হয়। যা সময়সাপেক্ষ এবং মোটেই সাশ্রয়ী নয়। 

ডিজিটাল প্লাটফর্মের সহায়তায় শুধুমাত্র একটি মাধ্যমের সাথে যোগাযোগ রেখেই সকল রুটের পরিবহণ ম্যানেজ করা সম্ভব হয়। এ ক্ষেত্রে ডিজিটাল লজিস্টিক কোম্পানি হিসেবে যদি ট্রাক লাগবে’র কথা বলি, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রাক লাগবে একজন নির্দিষ্ট কি একাউন্ট ম্যানেজার নির্ধারণ করে। তিনি ঐ ব্যবসা প্রতিষ্ঠানের পরিবহণ ব্যবস্থা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। ডিজিটাল লজিস্টিক প্রোভাইডার হিসেবে “ট্রাক লাগবে” ওয়ান পয়েন্ট কমিউনিকেশন সার্ভিসের মাধ্যমে ইতিমধ্যে “আর্মর পলিমার”কে তাদের পরিবহণ জটিলটা কাটিয়ে উঠতে সাহায্য করছে। যার ফলে “আর্মর পলিমার” সময় এবং অর্থ দুই দিকেই সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা গড়ে তুলেছে । 

আপনি যদি ডিজিটাল লজিস্টিক সার্ভিস নিতে আগ্রহী থাকেন তবে এই ফর্মটি পূরন করুন, ‘ট্রাক লাগবে’র একজন প্রতিনিধি এ বিষয়ে সহযোগিতার জন্য সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন।  

 

পরিবহণ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা

বর্তমান মহামারী শুরুর সময় থেকেই ট্রাকের ভাড়া বৃদ্ধি একটি নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। সরবারহ ব্যবস্থা, চাহিদা এবং অর্থনৈতিক পরিবেশে চলমান অনিশ্চয়তা, আগামী সময়েও পণ্য পরিবহণের ক্ষেত্রে অস্থিতিশীলতার আভাস দিচ্ছে।

এমন অবস্থায় একটি স্বয়ংসম্পূর্ণ পরিবহণ ব্যবস্থা প্রয়োজন, যা একই সাথে-

  • স্বয়ংক্রিয়ভাবে সঠিক ট্রাক 
  • সাশ্রয়ী রেটে ভাড়া এবং 
  • সবচেয়ে কম সময়ের মাঝে পণ্য সরবারহের নিশ্চয়তা

প্রদান করতে সক্ষম। তাই এই অস্থিতিশীল পরিবেশের আচমকা ধকল কাটিয়ে উঠতে, একটি ডিজিটাল লজিস্টিক প্লাটফর্ম হতে পারে অন্যতম প্রধান সহায়ক। 

ডিজিটাল ডকুমেন্টস

সাধারণত গতানুগতিক পরিবহণ ব্যবস্থায় অনেক সময় পণ্য ডেলিভারি হওয়ার ৫-৬ দিন পর ডেলিভারি চালান হাতে  এসে পৌছায়। এর ফলে অনেক ক্ষেত্রেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কিছু হিসাব-নিকাশ সম্পন্ন করতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় লাগে। এছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের পরিবহণ ব্যবস্থা সংক্রান্ত ভ্যাট এবং ট্যাক্স নিয়ে জটিলতার সম্মুখীন হয়।

ডিজিটাল লজিস্টিক প্লাটফর্ম এক্ষেত্রে যেকোনো ধরনের ডকুমেন্টস সময়মত প্রদান করে যা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত সহায়ক।

এছাড়াও যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের পরিবহণ ব্যবস্থা ডিজিটাল লজিস্টিক সার্ভিসের মাধ্যমে আগের তুলনায় আরো স্ট্রিমলাইন করতে সক্ষম। এক্ষেত্রে একটি প্রযুক্তিনির্ভর কার্যকরী পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে “ট্রাক লাগবে” হতে পারে অন্যতম প্রধান সহায়ক। 

ডিজিটাল লজিস্টিকস সার্ভিস এর ব্যাপারে আরও বিস্তারিত জানতে এবং সার্ভিসটি নিতে আগ্রহী থাকলে এই ফর্মটি পূরন করুন, ‘ট্রাক লাগবে’র একজন প্রতিনিধি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন এ বিষয়ে সহায়তা প্রদানের জন্য।