ট্রাক বুক করার আগে জেনে নিন এই ৫টি তথ্য

আপনার বাসা বদলানোর জন্য, ব্যবসার পণ্য ডেলিভারির জন্য অথবা মালামাল পরিবহনের জন্য আপনি ট্রাক বুক করতে চাচ্ছেন। তবে, শুধু ট্রাক বুক করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জানলে একটি ছোট ভুল থেকেও বড় ধরনের বিপদ ঘটতে পারে। আসুন জেনে নেই এমন ৫টি তথ্য, যেগুলো আগে থেকে জানা থাকলে আপনার ট্রাক বুকিং প্রক্রিয়া হবে আরও সহজ এবং নিরাপদ।

 

১. ভেরিফাইড ড্রাইভার:

বাংলাদেশে অনেক ক্ষেত্রেই দেখা যায়, ফিটনেস সনদ বা লাইসেন্স ছাড়াই ট্রাক চালানো হয়, বিশেষ করে ট্রাকস্ট্যান্ড বা লোকাল এজেন্টদের মাধ্যমে নেওয়া ট্রাকগুলোর ক্ষেত্রে এই প্রবণতা বেশি।

রাজশাহীর আনোয়ার সাহেব ঢাকায় নির্মাণ সামগ্রী পাঠাচ্ছিলেন। পথে হাইওয়ে পুলিশের চেকপোস্টে ট্রাকটি আটকানো হয়, কারণ ড্রাইভারের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল। এর ফলে আনোয়ারের প্রজেক্ট ডেলিভারিতে একদিনের বিলম্ব হয় এবং তাকে অতিরিক্ত খরচ গুনতে হয়।

"ট্রাক লাগবে"-এর প্রতিটি ড্রাইভার এবং যানবাহন নিবন্ধিত। আপনি ট্রিপ বুক করার আগে চালকের প্রোফাইল এবং রেটিংও দেখে নিতে পারবেন, যা আপনাকে নিশ্চিন্ত করবে।

 

২. ভেরিফাইড ট্রাক:

ট্রিপের মাঝপথে যদি ট্রাকের টায়ার ফেটে যায় বা ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে, তাহলে আপনার মালামাল যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি ডেলিভারিতেও বড় ধরনের বিলম্ব হয়।

একজন ই-কমার্স সেলার মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জ পণ্য পাঠাতে গিয়ে মাঝপথে ট্রাক বিকল হয়ে যাওয়ায় ৫ ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন। এর ফলে কাস্টমার রিভিউ খারাপ হয়, রিটার্ন প্রোডাক্টের সংখ্যা বাড়ে এবং সব মিলিয়ে ব্যবসায় বড় ক্ষতি হয়।

"ট্রাক লাগবে" প্ল্যাটফর্মে শুধুমাত্র ফিটনেস সনদপত্র থাকা ভেরিফাইড গাড়িই যুক্ত হয়। যা আপনাকে করে নিশ্চিন্ত।

 

৩. রুট ও ট্রাফিক সম্পর্কিত ধারনা:

আপনার গন্তব্য এলাকায় যদি নির্দিষ্ট কোনো রুটে ট্রাক প্রবেশ নিষেধ থাকে (যেমন ঢাকার নির্দিষ্ট কিছু রাস্তায় দিনের বেলায় বা রাতে ট্রাক প্রবেশ নিষিদ্ধ), তাহলে সে সম্পর্কে আগে থেকে জানা অত্যন্ত জরুরি।

এক দোকানদার মগবাজারে দুপুর ২টায় ট্রাক পাঠিয়ে দেন, কিন্তু ওই সময় সেখানে ট্রাক প্রবেশ নিষিদ্ধ ছিল। ফলস্বরূপ, পুলিশি জরিমানা এবং রুট পরিবর্তনের অতিরিক্ত খরচ মিলিয়ে তার প্রায় ২০০০ টাকা অতিরিক্ত ব্যয় হয়।

গন্তব্য শুরুর পূর্বে অবশ্যই রুট সম্পর্কিত সকল তথ্য জেনে রাখুন।

 

৪. পূর্বনির্ধারিত ভাড়া:

লোকাল ট্রাক বুক করার ক্ষেত্রে অনেক সময় মৌখিকভাবে "ভাড়া ২৫০০ টাকা" বলা হলেও, পরে "লেবার খরচ", "জ্যাম ছিল" ইত্যাদি অজুহাতে বাড়তি টাকা দাবি করা হয়। এটি একটি সাধারণ সমস্যা যা গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে।

"ট্রাক লাগবে" অ্যাপে আপনি বিডিং কনফার্ম করার পর ভেন্ডররা আপনার ট্রিপ বুক করে। যার ফলে আপনি আপনার পছন্দসই ভাড়া সিলেক্ট করার সুবিধা পেয়ে থাকেন। এখানে কোনো অনির্দিষ্ট খরচের ঝামেলা আসেনা এবং আপনি নিশ্চিন্তে বুকিং সম্পন্ন করতে পারেন।

 

৫. লোড ও ট্রাকের ক্যাপাসিটি:

অনেকেই বেশি মালামাল পরিবহনের জন্য ছোট আকারের ট্রাকে অতিরিক্ত পণ্য লোড করে ফেলেন। এতে করে ট্রাকের ওজন সীমা ছাড়িয়ে যায় এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে, যা শুধু আপনার পণ্যের জন্য নয়, বরং সড়কের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

গাজীপুরে একটি ফ্যাক্টরি থেকে পণ্য পাঠাতে গিয়ে ছোট ট্রাকে অতিরিক্ত মাল লোড করা হয়। ফলে রাস্তার মাঝখানে ব্রেকফেল হয়ে দুর্ঘটনা ঘটে এবং বেশ কিছু পণ্য নষ্ট হয়ে যায়।

"ট্রাক লাগবে"-তে ট্রিপের ধরন, পণ্যের ওজন এবং আকারের উপর ভিত্তি করে সকল সাইজ এবং ধরনের ট্রাক বুক করার অপশন আছে।

ট্রাক বুকিং বলে শুধু একটি ট্রাক ভাড়া করাই বোঝায় না, বরং এটি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে বা সময়সীমা নির্ধারিত ডেলিভারির বেলায় ছোট্ট একটি ভুল বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই, ট্রাক ভাড়া করুন সতর্কতার সাথে।


আজই ডাউনলোড করুন: https://play.google.com/store/search?q=truck%20l

Back to top