যে ৫টি ভুল শিফটিং করার সময় সাধারণত সবাই করে

যেহেতু শিফটিং এর পুরো প্রক্রিয়াটি অনেক ঝামেলাপূর্ণ একটি কাজ তাই শিফটিং এর সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়। শিফটিং এর সময় আমরা অনেক ধরনের ভুল করে ফেলি যা আমরা একটু সতর্ক থাকলেই এড়াতে পারি। যে ৫টি ভুল শিফটিং এর ক্ষেত্রে আমরা সবাই করে থাকি তা নিচে দেয়া হলঃ

 

১। ভুল শিফটিং কোম্পানি বেছে নেয়াঃ 

ঢাকা শহরে বেশ কিছু  শিফটিং সার্ভিস রয়েছে এবং তাদের শিফটিং এর প্যাকেজগুলোও আলাদা। তাই, অনেক সময় আমরা আমাদের চাহিদা অনুযায়ী কোন ধরনের শিফটিং সার্ভিস প্রয়োজন তা বুঝতে ভুল করি এবং ভুল ধরনের শিফটিং কোম্পানি বেছে নেই। ভুল কোম্পানি বেছে নিলে আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি ব্যয় হতে পারে এবং অভিজ্ঞতা কম থাকার কারণে শিফটিং এ আরও ঝামেলা বাড়তে পারে। তাই সঠিক অনুসন্ধানের মাধ্যমে আমাদের শিফটিং কোম্পানি বেছে নেয়া উচিত।

 

২। বাজেট না করাঃ 

শিফটিং এর সময় বিভিন্ন ধরনের খরচ হয়। শিফটিং এর আগে বাজেট করা থাকলে বাকি সবকিছু পরিচালনা করা সহজ হয়ে যায়। তাই একটি সাশ্রয়ী বাজেট তৈরি করতে শিফটিং এর যাবতীয় খরচের ধরনগুলো বোঝা উচিত। যেমন লেবার খরচ, প্যাকেজিং খরচ, সেট আপ খরচ, অ্যাপ্লায়েন্স খরচ, প্লাম্বিং খরচ ইত্যাদি। খরচের ক্ষেত্রগুলো আপনার স্থানান্তরের স্থান, আসবাবপত্র এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সুতরাং, শিফটিং এর বাজেট অতিরিক্ত খরচ এড়াতে সহায়তা করতে পারে।  

 

৩। আগে থেকে চেকলিস্ট তৈরি না করাঃ

শিফটিং এর পূর্বমুহূর্তে ও পরে কী কী করা দরকার তা আগে থেকে ঠিক না করে নিলে শিফটিং এর সময় অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শিফটিং এর চেকলিস্ট থাকলে সুন্দরভাবে পুরো শিফটিং এর প্রক্রিয়াটি পরিচালনা করা যায়। তাই আগে থেকেই একটি শিফটিং চেকলিস্ট তৈরি করে নেয়া শ্রেয়।

 

৪। শেষ মুহূর্তে প্যাকিংঃ

আমরা অনেক সময় বাসা/অফিসের জিনিসপত্র শেষ মুহূর্তে গুছানো শুরু করি। এর ফলে শেষ মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায়। তাই এই ক্ষেত্রে জিনিসের ধরন অনুযায়ী কার্ডবক্সে আলাদাভাবে সবকিছু প্যাক করা উচিত এবং কয়েক সপ্তাহ হাতে রেখেই প্রস্তুতি নেয়া উচিত। অতএব, স্থানান্তর করার অন্তত এক মাস আগে আপনাকে আপনার প্যাকিং পরিকল্পনা করতে হবে।

 

৫। পুরাতন বাসার অপ্রয়োজনীয় জিনিসগুলো না সরানোঃ

আপনি যখন আপনার জিনিসপত্র প্যাক করা শুরু করবেন, আপনি দেখতে পাবেন যে এমন অনেক জিনিস রয়েছে যা আপনি কয়েক মাস বা এক বছরও ব্যবহার করেননি। এই জিনিসগুলো অপ্রয়োজনীয় তবুও, আপনি এগুলো প্যাক করে আপনার নতুন বাসায় নিয়ে যাচ্ছেন। এই অতিরিক্ত জিনিসগুলো আপনার অপসারণ করা উচিত কারণ এতে আপনার শিফটিং চলাকালীন বাড়তি অনেক ঝামেলা কমে যাবে।



তাই আপনি আপনার পরবর্তি অফিস বা বাসা শিফটিং এর ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করলেই এড়াতে পারবেন এই ধরনের ভুলগুলো। আর ঝামেলাহীনভাবে শিফটিং করতে প্রফেশনাল শিফটিং সার্ভিস নিতে চাইলে যোগাযোগ করুন ০৯৬৩৮০০০২৪৫ নম্বরে।

Back to top